হোম > বিনোদন > গান

সনু নিগমের বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরি, অভিযুক্ত গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগমের বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রেহান নামের অভিযুক্ত ব্যক্তি সনু নিগমের বাবার সাবেক গাড়িচালক।

গত বুধবার সনু নিগমের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ পেয়েছিল মুম্বাই পুলিশ। এরপর তদন্ত করে রেহানের সন্ধান মেলে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত ৭০ লাখ ৭০ হাজার রুপি উদ্ধার করতে পেরেছে পুলিশ।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখেই চোরকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে সনু নিগমের বাসার ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। বাকি ২ লাখ রুপিও উদ্ধার করার চেষ্টায় আছে পুলিশ। রেহানের সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সনু নিগমের ছোট বোন নিকিতা যখনই বোঝেন চুরি হয়েছে, দ্রুত থানায় অভিযোগ জানান। তিনি জানান, রেহানের কাছে বাড়ির নকল চাবি ছিল, তা দিয়েই দরজার লক খুলে ঘরে ঢুকে পড়ে সে। এরপর বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লাখ রুপি চুরি করে।

কাজ পছন্দ না হওয়ায় আট মাসের মাথায় গাড়িচালকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল রেহানকে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় রেহান টাকা চুরির কথা স্বীকার করেছেন।

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

সেকশন