‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।