বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়া যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইদানীং মব ক্রাউডের এই বিশৃঙ্খলা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ড ও কনসার্টের আয়োজকদের। ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র দেখা গেল।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। ফেসবুকে জোহাদ লেখেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?
দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।
এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।