হোম > বিনোদন > গান

জীবনের কথায় আনিসার নতুন গান

বিনোদন প্রতিবেদক

গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।

নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’

আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’

প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান