সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।
শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।