বিনোদন ডেস্ক
উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয়, এখানে সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক।
ভারতের প্রথম সারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত ৫ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু এ আর রহমানের ৩ কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনোই নেন না এ আর রহমান। এমনকি গানপ্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।