Ajker Patrika
হোম > বিনোদন > গান

ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মারধর ও কামড়ানোর অভিযোগ স্বামী স্যামের

ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মারধর ও কামড়ানোর অভিযোগ স্বামী স্যামের

কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।

ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরিএখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।

এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।

যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।

হোমায়রা বশির গাইলেন রোকেয়া সিদ্দিকার গান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

অভিনয়ের পর এবার গানও ছেড়ে দিচ্ছেন তাহসান

কফিনবন্দী হয়ে ফিরলেন জুবিন গার্গ, শেষ দেখার অপেক্ষায় ভক্তের ঢল

জুবিন গার্গের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী গরিমা

নতুন গান নিয়ে আসছেন রোকসানা রূপসা

‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ আর নেই

ভার্চুয়াল কে-পপ তারকার অবমাননা করাও অপরাধ— বলল দক্ষিণ কোরিয়ার আদালত

ঢাকায় আসছেন পাকিস্তানি দুই হিপহপ গায়ক

অনির্বাণের নতুন গান, শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় নিয়ে অনিশ্চয়তা