Ajker Patrika
হোম > বিনোদন > গান

মাদক বহনের অভিযোগে আটক র‍্যাপার নিকি, গুনতে হলো জরিমানা

বিনোদন ডেস্ক

মাদক বহনের অভিযোগে আটক র‍্যাপার নিকি, গুনতে হলো জরিমানা

একটি কনসার্টে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ। ‘মাদক রাখার’ অভিযোগে তাঁকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। ভ্যারাইটি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাঁকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তাঁর লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাঁকে থানায় যেতে বলেন।

নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাঁকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, ‘আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাঁকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, ‘আমি কোনো ড্রাগ বহন করছি না।’ তবে পুলিশ তাঁর কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।

মার্কিন র‍্যাপার নিকি মিনাজএ ঘটনার পর নিকির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। টুইটারে ‘#ফ্রিনিকি’ ট্রেন্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘তারকারা আইনের ঊর্ধ্বে নন।’

নিকি মিনাজ বর্তমানে তাঁর সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর পারফর্ম করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

সারেগামাপা শোর সেরা দেয়াশিনী ও অতনু

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

ঈদে আসছে আসিফের নতুন গান

ঢাকায় আজ দু্ই কনসার্ট

চুমু-কাণ্ডের পর এবার মামলার জালে উদিত নারায়ণ

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান