হোম > বিনোদন > গান

হৃদ্‌রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক মুচ্ছাল

ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। অনেকেই হয়তো জানেন না, এসব কনসার্ট থেকে পাওয়া অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে। ‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।

১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্‌রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তাঁর অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। পলক মুচ্ছাল জানান, অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হলো। এ নিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।

এই উদ্যোগের বিষয়ে পলক মুচ্ছাল বলেন, ‘আমি যখন মিশনটি শুরু করি, তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল। তবে এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’

পলক মুচ্ছাল জানান, কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে, ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন প্রতিটি কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা দিয়েই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আমি সব সময় গানকে সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখেছি।’

ইন্ডিয়ান আইডলে সেরা হলেন কলকাতার মানসী ঘোষ

একই দিনে চার শহরে স্বাধীনতা কনসার্ট

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, কালজয়ী এ গানের নেপথ্যের গল্প

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম

প্রকাশ পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

দুই বছর পর আসছে রেনেসাঁ ব্যান্ডের নতুন গান

ঈদে আসছে একগুচ্ছ নতুন গান

নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’

এবার ঈদে বিটিভিতে গান শোনাবে ১৩ ব্যান্ড