হোম > বিনোদন > গান

হাবিব-অন্তরার ‘ভাবিনি কখনো’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে গাইলেন অন্তরা কথা। ‘ভাবিনি কখনো’ শিরোনামের দ্বৈত গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটির প্রকাশের পর বেশ সাড়ে পাওয়া গেছে। মন্তব্যের ঘরে সবাই যেন সেই পুরোনো হাবিব ওয়াহিদকে ফিরে পেয়েছেন। সঙ্গে অন্তরা কথারও প্রশংসা করছেন অনেকে। অন্তরার মাঝে অনেকে যেন ন্যান্সিকে খোঁজে পেয়েছেন।

গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের কথা অনুযায়ী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। অন্তরা ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্তরা কথা বলেন, ‘প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে গাইলাম। আমার একটা স্বপ্ন পূরণ হলো।’

এর আগে হাবিব ওয়াহিদ জানিয়েছিলেন, তাঁর ইউটিউব চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। অনেক নতুন শিল্পীদের সঙ্গে কাজ করছেন তিনি।

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

সেকশন