Ajker Patrika
হোম > বিনোদন > গান

মাইল‌সের গা‌নে শুরু, অপেক্ষা এ আর রাহমানের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মাইল‌সের গা‌নে শুরু, অপেক্ষা এ আর রাহমানের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আ‌য়ো‌জিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উ‌ঠল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আ‌য়োজিত কনসা‌র্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর ম‌ঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জন‌প্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে প‌রি‌বেশন ক‌রেন‌ ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।

বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত প‌রি‌বেশ‌নের মাধ্য‌মে কনসা‌র্টের মূল আনু‌ষ্ঠা‌নিকতা শুরু হ‌য়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে  আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।

মাইলসের পরিবেশনা শেষে স্টেজে ওঠেন মমতাজ।অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন রুমানা মা‌লিক মুনমুন। কনসা‌র্টের মূল আকর্ষণ এআর রহমান ম‌ঞ্চে উঠ‌বেন ৭টার পর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থে‌কেই গে‌টের সাম‌নে দর্শক‌দের সা‌রি দেখা গে‌ছে। বেলা বাড়ার স‌ঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ প‌রিবা‌রের স‌ঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসা‌র্টে এসেছেন। মিরপু‌র থে‌কে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’ 

দেশের শিল্পীদের পরিবেশনা শেষে মাঠে নামে ঝুম বৃষ্টি।মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়।  এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

ঈদে আসছে আসিফের নতুন গান

ঢাকায় আজ দু্ই কনসার্ট

চুমু-কাণ্ডের পর এবার মামলার জালে উদিত নারায়ণ

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

জমজমাট সংগীতাঙ্গন