হোম > বিনোদন > গান

বাপ্পার চমক, আছে ৯ নারী কণ্ঠ

মীর রাকিব হাসান

নিজের প্রীতিভাজন ও শ্রদ্ধাভাজন নারীশিল্পীদের গানের সুর ও সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘শুরু করেছিলাম এক রকম ভেবে। কিন্তু গান করতে করতে বেড়ে নয়জন হলেন। সবাইকে আমার মনের মতো করেই গাওয়াতে পেরেছি। অনেক দিন ধরেই আমার পছন্দের এই শিল্পীদের জন্য গান তৈরির পরিকল্পনা করছিলাম। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারলাম।’

বাপ্পার পছন্দের এই তালিকায় রয়েছেন শিল্পী আঁখি আলমগীর, আলিফ আলাউদ্দীন, দিলশাদ নাহার কনা, এলিটা করিম, সোমনূর মনির কোনাল, রমা খান, ফারহিন খান জয়িতা, টিনা রাসেল ও তাসফি। এরই মধ্যে এই উদ্যোগের সবগুলো গানের সুর হয়েছে। পাঁচটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গান লিখেছেন শাহান কবন্ধ, জুলফিকার রাসেল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, শেখ রানা ও মারুফ হাসান। গানগুলোর ভিডিওর পরিকল্পনা হচ্ছে।

অ্যালবাম আকারে প্রকাশ করার ইচ্ছে থাকলেও সেটা হচ্ছে না। তবে ভিডিও হয়ে গেলে নিজের ইউটিউব চ্যানেলে গানগুলো একে একে প্রকাশ করবেন বাপ্পা। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘পছন্দের তালিকায় আরও অনেকেই আছেন। তবে প্রথম সিজনে এই নয়টি গানই করতে চাই। এ প্রজেক্টে কয়েকটি গানের সুর-সংগীতে এক্সপেরিমেন্ট করেছি। সফট মেলোডির সঙ্গে সেমি ক্ল্যাসিক্যাল ধুন রাখার চেষ্টা করেছি। দেখা যাক দর্শক কতটা পছন্দ করেন।’

এ বছরই গানগুলো শুনতে পাবেন ভক্তরা। গানগুলোর ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে।

‘মন ভালো’ শিরোনামের একটি গান গেয়েছেন কনা। তিনি বলেন, ‘বাপ্পাদার সঙ্গে তো নিয়মিতই গান গাওয়া হয়। তবে এই গানটা আমাকে ভয় ধরিয়েছিল। আমি কি ঠিকমতো গাইতে পারব? এমন একটা ব্যাপার মনের মধ্যে কাজ করেছে। সাধারণত নিজের গাওয়া গানগুলোর ভুল ধরতে থাকি আমি। এই গানটা গেয়ে খুব একটা ভুল ধরতে পারিনি।’

‘বসন্ত চলে যায়’ শিরোনামের গানটি গেয়েছেন কোনাল। তিনি বলেন, ‘বাপ্পাদার স্টুডিওতে গিয়েছিলাম অন্য একটা গান রেকর্ডিং করতে। গানটির রেকর্ডিং শেষে বললেন, চল তোকে একটা গান শোনাই। গানটি শুনে আমি সারপ্রাইজড। অসম্ভব সুন্দর, তবে ভীষণ কঠিন একটি গান।’ জিজ্ঞেস করলাম, ‘এমন কঠিন একটা গান! কে গাইবে?’ বাপ্পাদা বললেন, ‘তুই গাইবি’। আমি দাদার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। বললেন, ‘তোরই গাইতে হবে। আমি শিওর, ভালো করবি।’ আমি অনেক প্রাকটিস করেছি। আমার সর্বোচ্চটা দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।’

এলিটা বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, ‘আমেরিকায় আসার আগে আগে গানটি গেয়েছি। তিনি আমার জন্য পাঁচ মাত্রার একটা সুর করেছেন। এই মাত্রায় আমি আগে গান করিনি। তবে বাপ্পাদা সুপারভাইজ করেছেন আর আমি গাইতে পারিনি, এমন কখনো হয়নি। আমেরিকায় আসার পরই দাদা গানটি পাঠিয়েছেন। আমি খুবই সারপ্রাইজড।’

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদ্‌যাপন

প্রথম একক সংগীতসফর শুরু করছেন বিটিএসের জে-হোপ

পড়শীর বর কে এই নীলয়

পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’

সেকশন