হোম > বিনোদন > গান

ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ

বিনোদন প্রতিবেদক

গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। হয়েছেন সংসদ সদস্য। মানুষ ও সমাজের সেবা করার সুযোগ পেয়েছেন। এসবের জন্য এবার তিনি পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মমতাজের ব্যক্তিগত ফেসবুক পেজে খবরটি জানানো হয়।

ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি শনিবার (১০ এপ্রিল) মমতাজকে এ সম্মাননা দিয়েছে। তাঁরা উল্লেখ করে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।

যে কারণে প্রতিষ্ঠানটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত মমতাজ প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।

সম্মাননা নিতে মমতাজ উড়ে গিয়েছিলেন তামিলনাড়ুতে। সোমবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন তিনি। পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ৩০ বছর ধরে আমি মা-মাটির গান করে চলেছি। মানুষের সেবা করেছি। এই প্রাপ্তি আমাকে আরও অনুপ্রাণিত করবে।’

একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব ক্বাদিরী এবং কেরালার ড. এপিজে আবুল কালাম ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের পরিচালক উইলাত কোরাইয়া।

উল্লেখ্য, মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গান করেন তিনি। এরপরই সারাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর কণ্ঠ। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই শিল্পী।

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা