বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে সাদি মহম্মদের ঘর ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, গত বছর মায়ের মৃত্যুর থেকে ট্রমার মধ্যে চলে যান তিনি।
সাদি মহম্মদের ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, গত বছরের ৮ জুলাই মা জেবুন্নেছা সলিমউল্লাহর (৯৬) বার্ধক্যজনিত রোগে মৃত্যুর পর থেকে ট্রমার মধ্যে চলে যান সাদি মহম্মদ। তিনি ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে।
উল্লেখ্য, আজ বুধবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তাঁর মৃত্যুর সংবাদটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা।
১৯৭১ সালে সাদি মহম্মদের বাবা বাবা সলিমউল্লাহকে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে। তাঁর বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ প্রখ্যাত নৃত্যশিল্পী।