হোম > বিনোদন > গান

ইউটিউবে মুক্তি পেল এপিটাফের ‘হারিয়ে ফেলেছি’

পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা। 

গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’ 

গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব। 

গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে। 

গানটি এখানে শুনুন:

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান