বিনোদন প্রতিবেদক, ঢাকা
একটি গানের জন্য এক ছাতার তলায় এসেছে ৫০টি ব্যান্ড। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা খুব একটা ঘটেনি। ‘প্রিয় বাংলাদেশ’ নামের একটি দেশাত্মবোধক গানের জন্য এমন উদাহরণ তৈরি হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে গানটি।
উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। শাহান কবন্ধের কথায় ও নকীব খানের সুরে ‘প্রিয় বাংলাদেশ’ গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে গাজী শুভ্রর পরিচালনায় গানটির ভিডিও চিত্রায়িত হয়। এ গানের ভিডিওতে অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ ৫০টি ব্যান্ড।
দেখুন ‘প্রিয় বাংলাদেশ’ গানের ভিডিও: