বিনোদন ডেস্ক
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কত কিছুই না সম্ভব। এত দিন যেসব অবাস্তব মনে হতো, সেগুলোই যেন এখন বাস্তবে ঘটছে। মৃত ব্যক্তিদের কণ্ঠে গান রেকর্ড! কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে তা যেন হাতের মুঠোয়। দক্ষিণ ভারতের একটি সিনেমায় এই ঘটনা ঘটেছে। এআই ব্যবহার করে দুই প্রয়াত গায়কের কণ্ঠ নকল করা হয়েছে, তবে নিয়ম মেনেই। এই কাজটি করেছেন জনপ্রিয় সুরকার এ আর রহমান।
পরে এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি বলেন, ‘আমরা তাঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েছে এবং তাঁদের কণ্ঠ ব্যবহার করার জন্য যোগ্য সম্মানী পাঠিয়েছি।’
প্রসঙ্গত, বাম্বা বাক্য জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়কদের একজন ছিলেন। তিনি ২০২২ সালে মারা যান। অন্যদিকে শাহুল হামিদ ‘উর্বশী উর্বশী’ গানটির জন্য খ্যাতি অর্জন করেছিলেন, ১৯৯৭ সালে তিনি মারা যান।