প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে টোয়েন্টি টু ইভেন্টস। আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের। আয়োজকেরা জানিয়েছেন ইতিমধ্যেই তাদের ধারণ ক্ষমতার বেশি আবেদন তারা পেয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের উন্মাদনা চরমে। নিউজফিড জুড়ে ঘুরছে বাংলা ভাষায় দর্শন রাওয়ালের কনসার্টে সকলকে আমন্ত্রণের ভিডিও। তবে টিকিটের উচ্চমূল্যের কথা বলছেন তরুণ–তরুণীরা। তারা মনে করছেন শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য অনেক বেশি।
তিনি আরও জানিয়েছেন, ‘মিউজিক ইভেন্টটিতে পাঁচটি ভিন্ন ক্যাটাগরির টিকিটের ব্যবস্থা রয়েছে, এর মধ্যে ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪৫০০ টাকা, স্প্রেড লাভ জোনে ৩ হাজার টাকা ও জেনারেল জোনে ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
২০১৪ সালে একটি সংগীত রিয়্যালিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দর্শন রাওয়াল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তাঁর। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমাতেও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।