বিনোদন প্রতিবেদক
তুমি ভুল করে এসেছিলে কি না জানি না
কথা: ড. সালাউদ্দীন জাকি
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘তুমি ভুল করে এসেছিলে কি না জানি না’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এখন গানে সঞ্চারী ব্যবহার করা হয় না। শুধু অন্তরাই থাকে। এই গানে সঞ্চারী ছিল। গানটি নিয়ে একদিন লাকী ভাইয়ের কাছে যাই। অনেক দিন ধরে তেমন ভালো কিছু হচ্ছিল না। তিনি মুখের ওপর বলেই দিলেন, ‘সুর আসতেছে না। কিছু হবে না মনে হয়।’ একদিন রাঙামাটি গেলেন লাকী ভাই। পাহাড়ের ওপর উঠে সুরটা নিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর ফোন করলেন আমাকে, ‘বিশ্ব, গানটার সুর করে ফেলেছি।’
কথা: কাওসার আহমেদ চৌধুরী
সুর: লাকী আখান্দ্
শুনুন ‘যেখানে সীমান্ত তোমার’
আমরা সেদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত স্টুডিওর বাইরে বসে ছিলাম। ভোর ৫টায় গানটির ভয়েস দিলাম। এটা এমন একটা গান, সারা জীবন এটার জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাব।
কথা: ড. গোলাম মোস্তফা
সুর: কুমার বিশ্বজিৎ
শুনুন ‘কোনো কোনো রাত খুব বড় মনে হয়’
যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শুনুন ‘যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই’
তখন এ গানটা লিখলেন তিনি। গানটা করার পর আমার মনে আছে, যাঁরাই সেদিন স্টুডিওতে ছিলেন, সবার চোখে পানি এসেছিল। মানাম ছিল কিবোর্ডে, রিদমে লিটন ডি-কস্টা। সবার চোখে পানি দেখেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া।