বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ২৪ অক্টোবরের কথা। স্টুডিওতে জেমসের সঙ্গে দেখা করতে এসেছে এক কিশোরী। ওর নাম মেহজাবীন আফসারা। এসএসসি পরীক্ষার্থী মেহজাবীন মায়ের সঙ্গে থাকে রাজধানীর মালিবাগে।
মেহজাবীনের বাবা ছিলেন নগর বাউল জেমসের দারুণ ভক্ত। গত বছর মারা গেছেন তিনি। বাবার মৃত্যুর পর তাই জেমসের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ছিলেন মেহজাবীন। অনেক চেষ্টার পর মেহজাবিনের মা জেমসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। জেমস পুরো বিষয়টি শুনে মেহজাবীনের সঙ্গে দেখা করতে রাজি হন।
২৪ অক্টোবর ছিল সেই কাঙ্ক্ষিত দিন। মা-মেয়ে দুজন জেমসের স্টুডিওতে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে স্টুডিওতে আসেন জেমস। তাঁদের সঙ্গে কথা বলেন।
রনি আনাম বলেন, ‘আসলে মেয়েটির ভালোবাসা লোক দেখানো নয়। মেয়েটি জেমসের সঙ্গে দেখা করেছে তার বাবার শূন্যতা থেকে। জেমসের সঙ্গে মেহজাবীনের এই ছবিগুলো দূর থেকে তুলেছে তার মা।’