হোম > বিনোদন > গান

ভক্তের মেয়ের সঙ্গে দেখা করলেন জেমস

গত ২৪ অক্টোবরের কথা। স্টুডিওতে জেমসের সঙ্গে দেখা করতে এসেছে এক কিশোরী। ওর নাম মেহজাবীন আফসারা। এসএসসি পরীক্ষার্থী মেহজাবীন মায়ের সঙ্গে থাকে রাজধানীর মালিবাগে।

মেহজাবীনের বাবা ছিলেন নগর বাউল জেমসের দারুণ ভক্ত। গত বছর মারা গেছেন তিনি। বাবার মৃত্যুর পর তাই জেমসের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ছিলেন মেহজাবীন। অনেক চেষ্টার পর মেহজাবিনের মা জেমসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। জেমস পুরো বিষয়টি শুনে মেহজাবীনের সঙ্গে দেখা করতে রাজি হন।

২৪ অক্টোবর ছিল সেই কাঙ্ক্ষিত দিন। মা-মেয়ে দুজন জেমসের স্টুডিওতে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে স্টুডিওতে আসেন জেমস। তাঁদের সঙ্গে কথা বলেন।

পুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন রনি আনাম নামের এক তরুণ। তিনি সংগীতবিষয়ক একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। রনি বলেন, ‘জেমসকে বারবার বোঝাতে চাচ্ছিল মেহজাবীন যে, তাঁর বাবা জেমসের কত বড় ভক্ত ছিলেন। জেমসকে বাবা বলে ডেকেছে সে। জেমস তার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। বলেন, ‘মা ঠিক মতো লেখাপড়া করবি।’

রনি আনাম বলেন, ‘আসলে মেয়েটির ভালোবাসা লোক দেখানো নয়। মেয়েটি জেমসের সঙ্গে দেখা করেছে তার বাবার শূন্যতা থেকে। জেমসের সঙ্গে মেহজাবীনের এই ছবিগুলো দূর থেকে তুলেছে তার মা।’

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা