বিনোদন প্রতিবেদক, ঢাকা
তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর প্রথম সিজন জনপ্রিয় হওয়ায় এর দ্বিতীয় ও তৃতীয় সিজন প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দীপ্ত টিভি। আজ থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘বাহার’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।
বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না—এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সঙ্গে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে? বাহারের স্বপ্ন যা-ই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোনম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোনো নতুন ষড়যন্ত্রে? এরকম দ্বান্দ্বিকতা নিয়েই এগিয়ে যাবে বাহারের নতুন সিজন।
চরিত্র ও কণ্ঠাভিনেতারা হলেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক) প্রমুখ।