হোম > বিনোদন > সিরিয়াল

আফজাল-চঞ্চলের মিষ্টি মোটেও মিষ্টি নয়

বিনোদন প্রতিবেদক

হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। মিষ্টি জিনিষ যে জ্বিন পছন্দ করে এই প্রচলিত লোককথা থেকে ‘ষ’ এর দ্বিতীয় এপিসোড ‘মিষ্টি কিছু’।

এটি পরিচালক নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ। এছাড়া নুহাশ পরিচালিত এই সিরিজটির মাধ্যমে চরকি এই প্রথম ভৌতিক ঘরানার কোনো কনটেন্ট মুক্তি দিল। এরই মধ্যে পেট কাটা ‘ষ’-এর পোস্টার, ট্রেইলার ও প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

‘মিষ্টি কিছু’ পর্বে দেখা যাবে সদ্য মিষ্টির দোকানে চাকরি পাওয়া নিরাশ, সংসারী ভদ্রলোকের দেখা হয় এক নিশাচর ক্রেতার সাথে। গভীর রাতের সেই ক্রেতা কথা দেয়, মজার মজার মিষ্টির বদলে তাকে একটি বর দিবেন। তাই-ই দেয়। লোকটা অবাক হয়ে একে একে ইচ্ছাপূরণ হওয়া দেখে। সে বোঝে, মনের সাধগুলো নিয়ে হুশিয়ার হতে হবে। কিন্তু তারপর কি হয়? তা জানতেই ‘মিষ্টি কিছু’ দেখতে হবে।

৪ পর্বের তারকাবহুল এ সিরিজের এই পর্বে মূল ভূমিকায় বহুদিন পর দেখা যাবে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরীকে। সেই সাথে দেখা যাবে কাজী নওশাবা আহমেদ, খালেদ আহমেদ রুমি, মোমো আলি, মায়মুনা ইসলাম মেধা, মোহনা হোসেনসহ অনেককেই।

এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। কাজ করার এই অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আফজাল ভাইয়ের সাথে এক ফ্রেম শেয়ার করার আনন্দ কথায় বর্ণনা করে বোঝানো কঠিন। আফজাল ভাই, প্রিয় একজন মানুষ সেই সাথে প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও ছিল দারুণ।’

ভিন্নধর্মী এমন কনটেন্টে কাজ করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফজাল হোসেন নিজেও। তিনি বলেন, ‘পেট কাটা ‘ষ’-তে যে গল্পগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কম বেশি আমাদের সবার শোনা। কিন্তু গল্পগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে তার ধরন একদম নতুন। নুহাশের মতো তরুণ এক যুবক এমন অসাধারণ কনটেন্ট নিয়ে কাজ করেছে সেজন্য তাকে সাধুবাদ জানাই। সেই সাথে চরকিকে ধন্যবাদ এমন অভিনব প্লটের গল্প দর্শকদের দেখানোর সুযোগ করার কারণে। আর হ্যাঁ, মিষ্টি কিছু কিন্তু মোটেও মিষ্টি নয়।’

পরিচালক নুহাশ বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ‘ষ’-তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় চেষ্টা করে দর্শকদের মৌলিক ও ভিন্ন কনটেন্ট উপহার দেয়ার। ভৌতিক বা সাইকোলজিক্যাল হরর কনটেন্ট চরকির পর্দায় এর আগে দর্শক দেখেনি। আশা করছি, সিরিজ ‘ষ’ দেখে দর্শক হতাশ হবে না।’

পাকিস্তানের যে ৫ সিরিয়ালে মুগ্ধ দর্শক

১২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

দুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

পরিণীতা দিয়ে ঈশানির অভিষেক

শুরু হলো ‘পঞ্চায়েত ৪’-এর শুটিং

ক্যানসারে আক্রান্ত হিনা, বাদ পড়লেন সিরিজ থেকে 

থ্রিলার-সাসপেন্সে ভরা ‘মির্জাপুর’–এর নতুন সিজন আসছে আগামীকাল

সেকশন