বিনোদন প্রতিবেদক
ঢাকা: ‘দ্য ডার্ক সাইড ঢাকা’ নামে নতুন ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। জানিয়েছিলেন, তানজিন তিশা থাকবেন তাঁর এই সিনেমায়। কিন্তু হঠাৎ করেই অন্যখবর দিলেন তিনি। রায়হান রাফি গতকাল জানালেন তানজিন তিশা নয়, ওয়েব ফিল্মে তিশার স্থলাভিষিক্ত হচ্ছেন নাজিফা তুষি।
২০১৪ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তুষি। নিয়মিত অভিনয়-মডেলিং করছেন। রেদোয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার নায়িকা তুষি।
পাঁচটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড ঢাকা’। প্রত্যেকটি গল্পে আলাদা আলাদা অভিনয়শিল্পী থাকবেন। মুক্তি পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা নবম দিন এটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।