বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটিতে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। দেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। এ ছাড়া ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করছেন–তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তীসহ দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
অঞ্জন দত্তের সঙ্গে কাজ করার সুযোগে উচ্ছ্বসিত তমা মির্জা আজকের পত্রিকাকে বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব এটা ভেবে অনেক উত্তেজনা কাজ করছে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। খুব শিগগির সিরিজটির কাজ শুরু হবে। শুটিং করার পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। শুটিং শুরুর অপেক্ষায় আছি।’
ঢাকার শ্রোতাদের গান শোনাতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। ওই দিন সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেন তিনি। স্টেজে গান গাওয়ার ফাঁকেই তিনি দেন নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা। তিনি জানিয়েছিলেন, তাঁর পরিচালনায় কাজ করবেন বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীরা। সিরিজটিতে উঠে আসবে আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।