বিনোদন ডেস্ক
বছর শেষে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘পিলু’। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য ভূমিকায় এক নতুন মুখ। অথচ মনে হয়, ভীষণ চেনা। পিলু চরিত্রে অভিনয় করা মেয়েটি আর কেউ নন— মেঘা।
অভিনয়ে নতুন হলেও ক্যামেরার সামনে এটাই প্রথম কাজ নয় মেঘার। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতার চলতি সিজনের প্রতিযোগী মেঘা। এসেছিলেন নাচ করতে, পেয়ে গেলেন অভিনয়ের সুযোগ। ডান্স বাংলা ডান্সের সুবাদেই এ সুযোগ পান তিনি। নাচের পর মেঘা এবার আসছেন পিলু চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর হাতে টিউমারের অস্ত্রোপচারের কারণে কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন। ‘পিলু’ দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন গৌরব। তাঁকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ খুশি মেঘা।
‘পিলু’ সিরিয়ালে মেঘা অভিনয় করছেন গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। দাদুবাড়িতে থাকে সে। সম্প্রতি বাড়িতে এসেছে এক অতিথি। সে গায়ক। এ চরিত্রে আছেন গৌরব। প্রতিদিন সকালে গায়ককে নিয়ে চলে মহা হুলুস্থুল। গলা সাধার আগে রোজ গরমজল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। একবার পিলু তাকে বোঝায় শুধু গরমজল আর লবঙ্গ দিয়ে ভালো গান হয় না। ভালো গানের জন্য দরকার মনের আনন্দ। আর সে আনন্দ পাওয়া যায় প্রকৃতির মাঝে।