ঢাকা : দীর্ঘ এক মাস পর আজ শুটিং শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সিরিয়াল ও সিনেমা ইন্ডাস্ট্রিতে। অনুমতি পেয়ে স্বস্তিতে সেখানকার কলাকুশলীরাও। এমনিতেই লকডাউনে বাড়ি থেকে শুটিং করা নিয়ে প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব চরমে উঠেছিল। তবে সেসব ভুলে অভিনয়শিল্পী, কলাকুশলী, পরিচালকেরা আবার সেটমুখী হবেন।
ইনডোর ও আউটডোর দুই ধরনের শুটিং শুরু করারই অনুমতি মিলেছে। তবে কিছু বিধিনিষেধ মেনেই বর্তমানে কাজ করতে হবে। আপাতত সেটে ৫০ শতাংশ কলাকুশলী নিয়ে কাজ করতে হবে। সঙ্গে প্রত্যেককে নিতে হবে করোনার টিকা। পরতে হবে মাস্ক এবং মানতে হবে সামাজিক দূরত্ব। সেটে প্রত্যেক শিল্পী ও কলাকুশলীকে নিয়ে আসার জন্য গাড়ি দিতে হবে প্রযোজকদের। চাইলে তাঁরা নিজেদের গাড়ি করেও সেটে আসতে পারেন। অর্থাৎ গণপরিবহনে আসা যাবে না।
গত ১৬ মে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে লকডাউনের কথা মাথায় রেখে ও টালিউডের সব সদস্যের সুস্থতার জন্য শুটিং বন্ধ রাখা হয়েছিল। ৮ জুন থেকে শুটিং ফেডারেশনের অন্তর্গত সব কলাকুশলী ও শিল্পীর ভ্যাকসিন দেওয়া শুরু হয়। হিন্দুন্তান টাইমসের মতে, এরই মধ্যে তাদের ‘চলচ্চিত্র শতবর্ষ ভবন’-এ আয়োজিত এই ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে করোনার টিকা নিয়েছেন ২ হাজার সদস্য। মোট ৭ হাজার সদস্যকে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। রাজ্য সরকার ও ফেডারেশনের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
খানকার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, আলাদা করে কোনো নিয়ম এখনই তাঁরা ঘোষণা করছেন না। মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশনাবলিই আপাতত মানতে বলবেন। পাশাপাশি মিটিংও চলবে। সর্বসম্মতিক্রমে নতুন কোনো পদক্ষেপ হলে তা বিবৃতি দিয়ে জানানো হবে। প্রায়ই একই সুর শোনা গেছে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কথায়ও। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলবে সংগঠন, এমনটাই জানিয়েছেন তিনিও। স্বরূপ এ–ও জানালেন, লকডাউন উঠলেই ৮-১০টি ছবির শুটিং শুরু হবে। শুরু হবে একাধিক ওয়েব সিরিজের শুটিংও। সবাই যাতে মুখ্যমন্ত্রী নির্দেশিত কোভিড বিধি মেনে চলেন, সেদিকে কড়া নজর রাখবে ফেডারেশন।
উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও। লকডাউনের আগে টেলিপাড়া সরগরম হয়েছিল দেবশ্রী রায়ের প্রত্যাবর্তনের খবরে। ১০ বছর ক্যামেরা থেকে দূরে থাকার পর তিনি ফিরছেন স্নেহাশীষ চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’র হাত ধরে। এই ধারাবাহিকে দেবশ্রী মূল চরিত্রে অভিনয় করছেন। কথা ছিল, মে মাসের শেষে শুটিং শুরু হবে ‘সর্বজয়া’র। লকডাউন সেই তোড়জোড়ে দাঁড়ি টেনেছিল। তবে আজ থেকেই এই সিরিয়ালের শুটিং শুরু হবে। আজ শুটিং শুরু হবে ধারাবাহিক ‘দেশের মাটি’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘যমুনা ঢাকি’ সিরিয়ালগুলোরও।