Ajker Patrika
হোম > বিনোদন > সিরিয়াল

এক নারীর স্বপ্নপূরণের গল্প

বিনোদন ডেস্ক

এক নারীর স্বপ্নপূরণের গল্প

সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’। আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে সিরিয়ালটি। নাম ভূমিকায় অভিনয় করছেন অভিকা মালাকার। এত দিন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তোমাদের রানী দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। সিরিয়ালে অভিকার সঙ্গে জুটি বেঁধেছেন অর্কপ্রভ। এটি তাঁরও প্রথম সিরিয়াল।

কয়েক দিন আগে সিরিয়ালটির প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। সেখানে দেখা গেছে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় রানীর। এখন সে অন্তঃসত্ত্বা। রানীর ইচ্ছা ডাক্তার হওয়ার। তবে তার এ ইচ্ছায় বিন্দুমাত্র সায় নেই স্বামী ও তার পরিবারের। বাধ্য হয়ে গর্ভে সন্তান নিয়ে সে একাই মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে আসে। পরীক্ষার হলে সবাই রানীর দিকে অবাক চোখে তাকায়।

এরপর কেটে যায় বেশ কিছু দিন। তত দিনে রানীর কোলে আসে সন্তান। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে। সন্তান কোলে নিয়ে রানী আসে পরীক্ষার ফল দেখতে। স্বামী দুর্জয় তাকে খোঁচা মেরে বলে, ‘চান্স হয়নি তো? এবার বাড়ি চলো। সবকিছু একসাথে হয় না রানী।’ তবে রানী খুশি হয়ে জানায়, সে পাস করেছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ‘বাচ্চাও সামলাব, ডাক্তারও হব। চাইলে সব হওয়া যায়।’ রানীর একই সঙ্গে ভালো স্ত্রী, ভালো মা ও ডাক্তার হয়ে ওঠার গল্প দেখা যাবে এই সিরিয়ালে। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘একটা ছেড়ে একটা বেছে নেওয়ার সময় শেষ। এবার সবকিছু একসাথে পাওয়ার স্বপ্ন নিয়ে আসছে তোমাদের রানী।’ 

রাণী চরিত্রের অভিনেত্রী অভিকা বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু এত তাড়াতাড়ি সুযোগ আসবে ভাবিনি। পর্দায় মায়ের চরিত্র ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং। প্রথমবার যখন গল্পটা শুনি, তখনই মন ছুঁয়ে গিয়েছিল। এটা অনেকের বাস্তবজীবনের সঙ্গে মিলে যায়। গল্পটা এ সময়ে খুবই প্রাসঙ্গিক। ২০২৩ সালে এসেও অনেকে ভাবেন, একটা মেয়ে সবকিছু একসঙ্গে সামলাতে পারে না। আমরা তাদের ভুল ধারণা বদলে দিতে চাই।’

পাকিস্তানের যে ৫ সিরিয়ালে মুগ্ধ দর্শক

১২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

দুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

পরিণীতা দিয়ে ঈশানির অভিষেক

শুরু হলো ‘পঞ্চায়েত ৪’-এর শুটিং

ক্যানসারে আক্রান্ত হিনা, বাদ পড়লেন সিরিজ থেকে 

থ্রিলার-সাসপেন্সে ভরা ‘মির্জাপুর’–এর নতুন সিজন আসছে আগামীকাল