কম কাজ, বেশি আলোচনা– এ তরিকায় এগুচ্ছেন আজমেরী হক বাঁধন। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে, দেশে ফিরেছেন অভিনেত্রী। ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে অভিনয় করে এ সম্মাননা পেয়েছেন তিনি।
এরইমধ্যে বাঁধনের নতুন ওয়েব সিরিজ মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে মুশকান জুবেরি চরিত্র হয়ে আসছেন বাঁধন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই–য়ে আগামী ১৩ আগস্ট মুক্তি পাবে সিরিজটি। এর গল্প লিখেছেন বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
মুশকান জুবেরি এক রহস্যময় চরিত্র। তাঁকে ঘিরেই বোনা হয়েছে ওয়েব সিরিজের গল্প। যিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি রেস্তোরাঁর মালকিন। তাঁকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। মুশকানের রান্নার সঙ্গে তাঁর রূপের মোহজালেও বুঁদ হয়ে থাকেন রেস্তোঁরায় আসা অতিথিরা।
এতে বাঁধন ছাড়াও খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরুপন চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন।
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়।
এ ওয়েব সিরিজের মাধ্যমে কলকাতায় প্রথম কাজ বাঁধনের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও প্রথম। গত বছর লকডাউনের মধ্যে হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ মেসেজ পান বাঁধন। কিন্তু তিনি বিশ্বাস করে উঠতে পারেননি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে বাঁধনের সঙ্গে যোগাযোগ করেন।