প্রতি সপ্তাহেই নতুন ছবি বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাইকৃত এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
এ এমন পরিচয় (বাংলা সিরিজ)
অভিনয়: শ্যামল মাওলা, আইশা খান
দেখা যাবে: জি ফাইভ
ট্রাভেল মেটস (বাংলা ডাবড টার্কিশ ছবি)
অভিনয়: ইব্রাহিম বিয়ুকাক, এমরি কিনে
দেখা যাবে: চরকি
দায়বুক (হিন্দি ছবি)
অভিনয়: ইমরান হাশমি, নিকিতা দত্ত
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
অভিনয়: রাজকুমার রাও, কৃতি শ্যানন
দেখা যাবে: ডিজনি হটস্টার
কল মাই এজেন্ট (হিন্দি সিরিজ)
অভিনয়: সোনি রাজদান,আয়ুশ মেহরা
দেখা যাবে: নেটফ্লিক্স
ম্যারাডোনা (স্প্যানিশ সিরিজ)
অভিনয়: নাজারেনো ক্যাসেরো, নিকোলাস গোল্ডস্মিথ
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও