Ajker Patrika
হোম > বিনোদন > সিরিয়াল

খুকুমনি আনছে হোম ডেলিভারি

খুকুমনি আনছে হোম ডেলিভারি

খাবার নিয়ে সম্প্রতি টলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম ‘মাছের ঝোল’ এবং ‘রেনবো জেলি’। এসব ছবিতে খাবারকে অনুঘটক করে অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতারা। এবার সিরিয়ালে এল সেই ফুড ফ্যান্টাসির গল্প। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। আগামীকাল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে সিরিয়ালটির প্রচার।

সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে ছিলেন তিনি। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন রাহুল মজুমদার। তিনি অভিনয় করছেন একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে। এ ছাড়া থাকছেন কাঞ্চনা মৈত্র, গৌরব, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোমা দে ও দীপঙ্কর দে।

‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের গল্পে দেখা যাবে, মা-বাবাহারা খুকুমণি বড় হয়েছে কাকা ও কাকিমার কাছে। সে স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল, অন্যায় একেবারেই সহ্য হয় না তার। নিজের বুদ্ধিতেই খুকুমণি খুলে ফেলেছে খাবারের হোম ডেলিভারির ব্যবসা। এটি করতে গিয়ে পড়ে নানা চ্যালেঞ্জের মুখে। বিহান নামে এক বদরাগী কাস্টমারের অর্ডার পায় খুকুমণি। যাকে নাকি শান্ত করা যায় কেবল সুস্বাদু খাবার দিয়েই।

আগামীকাল থেকে প্রতি সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এ সময়ে আগে দেখা যেত ‘দেশের মাটি’।

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট

ভোটের আবহে পঞ্চায়েতের নতুন সিজন, এগিয়ে এল মুক্তির তারিখ

টফিতে কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’