ঢাকা: টলিউডে করোনা সংক্রমণের ধারা অব্যাহত। এবার করোনা আক্রান্ত হলেন টিভি ধারাবাহিকের রাণী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুটিংয়ে আপাতত বিরতি নিয়েছেন। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
তবে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। এ চ্যানেলে প্রচারিত ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়।
আপাতত বড় কোনো শারীরিক সমস্যা না থাকলেও ভীষণ দুর্বল হয়ে পড়েছেন দিতিপ্রিয়া। তাঁর অনুপস্থিতিতে মেগা ধারাবাহিকের শুটিং যে ধাক্কা খাবে তা বলাই বাহুল্য। ধারাবাহিকের মুখ্য চরিত্র হওয়ায় প্রায় প্রতি পর্বেই দেখা যায় দিতিপ্রিয়াকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস