হোম > বিনোদন > সিরিয়াল

পেছাল ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মুক্তি

ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এর মুক্তির তারিখ পিছিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটি ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না। 

হইচই বাংলাদেশের কর্মকর্তা সাকিব আর খান আজকের পত্রিকাকে বলেন, ‘সিরিজটির কিছু কাজ এখনো বাকি। আগামী ১৭ তারিখের মধ্যে সেগুলো শেষ করা কঠিন হয়ে যাবে। তাই আমরা কোনো রিস্ক নিতে চাই না। তাই আমরা এর মুক্তি পেছাচ্ছি।’ তবে মুক্তির পরবর্তী কোনো তারিখ নিশ্চিত করেননি তিনি। 

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহের মা নিলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। সালমানের মামা আলমগীর কুমকুম ৫ ফেব্রুয়ারি সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। 

৫ ফেব্রুয়ারি সালমান শাহর পরিবারের তরফ থেকে সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের মামা আলমগীর কুমকুম। নোটিশে দাবি করা হয়েছে, এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে। মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। 

বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যাঁর লাখ লাখ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা। ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের গল্প এ রকমই। 

গত শতকের নব্বইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যাঁরা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাঁদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে। যদিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু জানিয়েছিলেন, সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তাঁর মিল পাওয়া যেতে পারে। সিরিজটির সঙ্গে সালমান শাহর কোনো সম্পর্ক নেই। 

গত ২৩ জানুয়ারি ‘বুকের মধ্যে আগুন’-এর টিজার প্রকাশ করা হয়। প্রকাশিত টিজারে দেখা যায়, রহস্য মোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এএসপি গোলাম মামুন চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তাকিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ। 

সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছেন। মাত্র ২৪ বছর বয়সে অস্বাভাবিক মৃত্যুতে থেমে যায় তাঁর পথচলা। ২৭ বছর পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুরহস্যের জট খোলেনি। সেটি কি হত্যা, নাকি আত্মহত্যা—এখন পর্যন্ত মৃত্যুরহস্যের সমাধান হচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, আত্মহত্যা। তবে এটা যে আত্মহত্যা, তা মেনে নিতে পারেননি তাঁর পরিবার ও ভক্তরা।

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম