বিনোদন ডেস্ক
হইচইয়ের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘একেন বাবু’। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বাণের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা থেকেই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচারিত হয়েছে। হালের জনপ্রিয় এই গোয়েন্দার পা পড়েছে ঢাকায়ও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল।
একেন চরিত্রের অনির্বাণ চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো তেমন আলোচনায় আসেননি অনির্বাণ। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়।
অনির্বাণ চক্রবর্তীর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।