বিনোদন ডেস্ক
ঢাকা: ১৯৬১ সাল। পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান। সময় বদলেছে। পরিবর্তিত সময়ের সাক্ষী হয়ে থাকল ‘দিল কেয়া করে’। পাকিস্তানি এই সিরিয়ালে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’। তাও বাংলা ভাষায়। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ওই সিরিয়ালের ক্লিপস। আলোচিত হচ্ছে। হচ্ছে প্রশংসিত।
ভিডিওটি ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করেছিলেন ‘দিল কেয়া করে’র পরিচালক মেহরিন জব্বার। সাদাকালো ভিডিওতে দেখা যাচ্ছে চারটি চরিত্র সোফায় বসে আছে। এক নারী চরিত্র গাইছে ‘আমার পরান যাহা চায়’। অন্যরা মুগ্ধ হয়ে শুনছে। ইউটিউবে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নায়কের অনুরোধে গানটি শোনাচ্ছেন নায়িকা।
সিরিয়ালের প্রধান দুই চরিত্র আরমান ও আইমানের প্রেমের গল্প ‘দিল কেয়া করে’। যুক্তরাষ্ট্রফেরত গল্পের নায়িকা আইমানকে ভালোবেসে দুই বন্ধু আরমান ও সাদি। এই ত্রিভুজ প্রেমের কাহিনি কীভাবে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে চলে গল্প। অভিনয় করেছেন ফিরোজ খান, ইয়ামনা জায়েদি, মরিয়ম নাফিজ ও জেন বেগ।
দেখুন আলোচিত ক্লিপটি: