বিনোদন প্রতিবেদক, ঢাকা
অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’র ট্রেলার প্রকাশ করেছে দক্ষিণ এশীয় কনটেন্টর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । বাংলাদেশে এই প্রথম এমন দীর্ঘ সিরিজ ফরম্যাটের কনটেন্ট আনল প্ল্যাটফর্মটি। এই ফরম্যাটে প্রতিটি সিজনের ২০টি পর্ব থাকবে যা নির্দিষ্ট সময় পরপর মুক্তি পাবে।
শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মতো দর্শক নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন সিরিজটিতে। সিরিজের কাহিনী নয়নতারাকে ঘিরে যে ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে। রোমান্টিক পলিটিক্যাল থ্রিলারের ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে।
এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিনালগুলো দেশে ও দেশের বাইরে বেশ দর্শকনন্দিত হয়েছে। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালমেন’ বিশ্বজুড়েই সাড়া ফেলেছে।
গতবছর প্রথম বাংলাদেশি অরিজিনাল ‘মাইনকার চিপায়’ মুক্তি পাওয়ার পর দর্শকদের জিফাইভ দেখার মাত্রা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে বাংলা কনটেন্টের চাহিদাই এর কারণ।
অরিজিনাল এই ড্রামা সিরিজটির মাধ্যমে দর্শকদের জন্য বছরজুড়ে আরো নাটক, আরো রোমাঞ্চ এবং আরো অ্যাকশনধর্মী কনটেন্ট আনার প্রত্যয় ঘোষণা করল জিফাইভ।