বিনোদন ডেস্ক
টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। বড় পর্দায় যিশু সেনগুপ্তের পরে এবার ছোট পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন টিভির জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। তিনি অভিনয় করছেন ‘খড়ি ভট্টাচার্য’ চরিত্রে। সিরিয়ালের ট্যাগলাইন, ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে ঠিক করা!’
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা শোলাঙ্কি ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয়ের পর আবারও ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দায় থাকলে কি বেশি খুশি হতেন? অভিনেত্রী বলেন, ‘আমি বড়, মেজ (ওয়েব সিরিজ), ছোট—সব পর্দাতেই সমান স্বচ্ছন্দ। সবটাতেই নিজেকে মেলে ধরতে চাই। তাই ছোট পর্দার পরে বড় পর্দায় কাজ করলাম। আবারও মুখ্য চরিত্র হয়ে ছোট পর্দায় ফিরছি। নিজের অভিনয়-যাত্রা নিয়ে আমি খুশি।’
তবে শুধু মুখ্য চরিত্রে অভিনয়ের খাতিরেই ‘খড়ি’ হতে রাজি হয়েছেন, এমনটা নয় বলে দাবি অভিনেত্রীর। শোলাঙ্কি জানান, ‘খড়ি’ বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতোই লড়াকু এক মেয়ে। যে হাসিমুখে নিজের পরিবারের সব দায়িত্ব বহন করে। খুব ভালো ছবি আঁকে। শিল্পীমনের পাশাপাশি তাঁর তেজস্বিতাও চোখ টানে। শহরের বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের মুখোমুখি দাঁড়িয়ে জোরগলায় প্রতিবাদেও পিছপা হয় না। এমন চোখধাঁধানো ব্যক্তিত্বই শোলাঙ্কিকে আকর্ষণ করেছে। তা ছাড়া, স্টার জলসার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ‘গাঁটছড়া’ এবং প্রযোজক স্নিগ্ধা বসুর সঙ্গে সুসম্পর্কও এই ধারাবাহিকে অভিনয়ের অন্যতম কারণ।