Ajker Patrika
হোম > বিনোদন > সিরিয়াল

দক্ষিণ কোরিয়ায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করছে নেটফ্লিক্স 

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করছে নেটফ্লিক্স 

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইউলের সঙ্গে সাক্ষাতের পর নেটফ্লিক্সের সহকারী মহাব্যবস্থাপক টেড সারানডোস এ ঘোষণা দেন। 

প্রেসিডেন্ট ইউন এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আগামীকাল বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। 

এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুইড গেমস নির্মাণের পর নেটফ্লিক্স বেশ লাভের মুখ দেখেছে। সারানডোস বলেন, ‘এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ কোরিয়ায় এসব টাকা সিনেমা ও টেলিভিশন শো নির্মাণে খরচ করা হবে। কোরিয়ান ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির    ওপর আমাদের আস্থা থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা জানি, এই ইন্ডাস্ট্রি সেরা সব গল্পকে তুলে আনবে পর্দায়।’ 

সারানডোস আরও বলেছেন, কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির প্রতি প্রেসিডেন্ট ইউনের ভালোবাসা ও সমর্থন আমাদের এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। চলচ্চিত্র জগতে কোরিয়ান ওয়েভকে সামনে এগিয়ে নেওয়াও আমাদের লক্ষ্য। 

নেটফ্লিক্সের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। 

এদিকে নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত স্কুইড গেম। এটি মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন দর্শক পেয়েছিল। এই সিরিজে ঋণগ্রস্ত কিছু মানুষকে দেখানো হয়েছিল, যারা বিশাল অঙ্কের টাকা জেতার লোভে একটি ভয়ংকর খেলায় অংশ নেয়। 

এদিকে এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার রিয়্যালিটি শো ‘ফিজিক্যাল ১০০’ সারা বিশ্বে বিদেশি ভাষার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা হয়েছে। নেটফ্লিক্সের ব্যবসা পৃথিবীর ১৯০টি দেশজুড়ে। তবে ইদানীং আমাজন, এইচবিও এবং ডিজনি তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ফলে তারা সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এর দাম কমিয়েছে আরও বেশি সাবস্ক্রাইবার জোটানোর লক্ষ্যে।

পাকিস্তানের যে ৫ সিরিয়ালে মুগ্ধ দর্শক

১২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

দুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

পরিণীতা দিয়ে ঈশানির অভিষেক

শুরু হলো ‘পঞ্চায়েত ৪’-এর শুটিং

ক্যানসারে আক্রান্ত হিনা, বাদ পড়লেন সিরিজ থেকে 

থ্রিলার-সাসপেন্সে ভরা ‘মির্জাপুর’–এর নতুন সিজন আসছে আগামীকাল