হোম > বিনোদন > সিরিয়াল

কেন দেখবেন ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’?

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জি ফাইভে আজ শুক্রবার থেকে প্রচার শুরু হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। ১৯০টি দেশের দর্শক অনলাইনে দেখতে পাচ্ছেন সিরিজটি। বাংলাদেশি দর্শকেরা দেখতে পারবে বিনা মূল্যে। সিরিজটিতে নানাভাবে চমক দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।

-‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নির্মাণ হয়েছে শ্রমজীবী নারীদের জীবনযুদ্ধ এবং নারী-পুরুষের সম্পর্ক নিয়ে। আট পর্বের ওয়েব সিরিজ এটি।

-কেন্দ্রীয় চরিত্র সাবিলা একজন শ্রমজীবী নারী। নানাজনের কটু কথা এড়িয়ে জীবনযুদ্ধে এগিয়ে যায় সাবিলা। অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

-মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন তাসনিয়া। সাবিলা চরিত্রের জন্য ফারিণকে বেছে নিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা ।

-ফারুকীর নির্দেশনায় দ্বিতীয়বারের মতো অভিনয় করলেন আফজাল হোসেন। ফারুকীর তৈরি তৃতীয় ফিকশন ‘ভোকাট্টা’য় অভিনয় করেছিলেন আফজাল। কাঁচা–পাকা চুল–দাড়িতে সম্পূর্ণ নতুনরূপে দেখা যাবে তাঁকে। খায়রুল আলম নামে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

-অন্যদিকে পার্থ বড়ুয়া ২০ বছর পর লম্বা চুল ছেটে ছোট করেছেন চরিত্রের প্রয়োজনে।

-পরিচালক ফারুকী এই সিরিজে প্রথমবার গান লিখেছেন। গেয়েছেন মাশা ইসলাম।

-চিত্রগ্রহণে ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান চিত্রগ্রাহক অ্যালেক্সি কসোরুকভ।

-চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে বেগ পেতে হয়েছে ফারিণকে। কারণ, সাবিলার জীবনের ঘটনাগুলোর সঙ্গে কোনো রকম বাস্তব অভিজ্ঞতা নেই ফারিণের। চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে শুটিং শুরুর ১০ দিন আগে থেকে প্রতিদিন লোকেশনে যেতেন ফারিণ। যাতায়াত করতেন লোকাল বাসে। মন দিয়ে লক্ষ্য করতেন শ্রমজীবী নারীদের জীবনাচরণ। এমনকি চরিত্রের প্রয়োজনেই ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে।

-সিরিজটির শুটিং হয়েছে ২৯ দিন। জি ফাইভের পাশাপাশি বাংলাদেশের ইরেশ জাকের, তিশা ও সর্দার সানিয়াত হোসেন প্রযোজনা করেছেন।

-সিরিজে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, চঞ্চল চৌধুরী, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, মুকিত জাকারিয়া, মারিয়া নূরসহ একঝাঁক অভিনয়শিল্পী।

পাকিস্তানের যে ৫ সিরিয়ালে মুগ্ধ দর্শক

১২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

দুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

পরিণীতা দিয়ে ঈশানির অভিষেক

শুরু হলো ‘পঞ্চায়েত ৪’-এর শুটিং

ক্যানসারে আক্রান্ত হিনা, বাদ পড়লেন সিরিজ থেকে 

থ্রিলার-সাসপেন্সে ভরা ‘মির্জাপুর’–এর নতুন সিজন আসছে আগামীকাল

সেকশন