বিনোদন প্রতিবেদক, ঢাকা
একসময়ের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাঁরা। এই জুটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ ইত্যাদি। ২০১৭ সালে বিচ্ছেদের পর পর্দায় আর দেখা যায়নি এই জুটিকে। বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে ফিরছেন তাহসান-মিথিলা। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। সেখানে উপস্থিত হয়ে মিথিলার অভিনয়ের প্রশংসা করেন তাহসান। তবে তাহসান প্রসঙ্গে মিথিলা দিয়েছেন সাবধানী উত্তর।
তবে তাহসানকে নিয়ে অনেকটা কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। মিথিলা বলেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ ছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’
সাম্প্রতিক সময়ের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অসংখ্য কোম্পানি গজিয়ে উঠেছে, যারা অনলাইনে পেতেছে জুয়ার ফাঁদ। এসব ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ক্রিকেটে এই বাজির গল্প নিয়েই তৈরি হয়েছে বাজি ওয়েব সিরিজটি। এতে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। ১৬ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সাত পর্বের এই সিরিজ।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন: