বিনোদন ডেস্ক
বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী কে? এ বছরের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনদের ছাড়িয়ে সেরা ধনী অভিনেত্রী এখন জুহি চাওলা। বর্তমানে ৪ হাজার ৬০০ কোটি রুপির মালিক তিনি। তবে জুহির চেয়েও ধনী অভিনেত্রী ছিলেন ভারতে। তা-ও আবার তিন দশক আগে।
শুধু অর্থ নয়; দামি শাড়ি, গহনা ও জুতার বিশাল সংগ্রহ ছিল তাঁর। তিনি দক্ষিণি অভিনেত্রী জয়ললিতা। তামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ১৯৬১-১৯৮০—এই দুই দশকে তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি মিলিয়ে ১৪০টি সিনেমায় অভিনয় করেছেন। তবে জয়ললিতা ব্যাপক সম্পদের অধিকারী হন রাজনীতিতে যোগ দেওয়ার পর।
জয়ললিতার যখন ক্যারিয়ারের তুঙ্গে, তখন অভিনয় ছেড়ে দেন। আশির দশকে এমজি রামচন্দ্রনের হাত ধরে পা রাখেন রাজনীতিতে। যোগ দেন এআইএডিএমকে দলে। রাজ্যসভার সাংসদ হন। এরপর হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মোট পাঁচবার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
তবে অতিরিক্ত সম্পদ এক সময় কাল হয়ে দাঁড়ায় জয়ললিতার জীবনে। দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ১৯৯৭ সালে তাঁর চেন্নাইয়ের বাসভবনে অভিযান চালানো হলে বেরিয়ে আসে ব্যাপক সম্পদের খোঁজ। অভিযানের পর কর্তৃপক্ষ জানিয়েছিল, জয়ললিতা নিজের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি রুপি বললেও তাঁর প্রকৃত সম্পদ ছিল ৯০০ কোটি রুপির বেশি। এখনকার দিনে যা প্রায় ৫ হাজার কোটি।
আর্থিক সম্পদ ছাড়াও জয়ললিতার বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা। ২০১৬ সালে আরেকটি তদন্তে জয়ললিতার ২১ কেজি সোনা ও ১২৫০ কেজি রূপা থাকার তথ্য প্রকাশ পায়।
রাজনীতি আসার পর আর অভিনয় না করলেও অনেক সিনেমার চরিত্র হিসেবে পাওয়া গেছে জয়ললিতাকে। তাঁকে নিয়ে সাতটি বায়োপিক তৈরি হয়েছে। মনি রত্নমের ‘ইরুভার’ সিনেমায় প্রথম তাঁর চরিত্র প্রকাশ্যে আসে। এতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। তাঁর প্রথম অফিশিয়াল বায়োপিক ‘থালাইভি’, এতে জয়ললিতা হিসেবে হাজির হয়েছেন কঙ্গনা রনৌত।