Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

গোপনে নিজেদের দ্বিতীয় বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি

বিনোদন ডেস্ক

গোপনে নিজেদের দ্বিতীয় বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি

দক্ষিণ ভারতের তারকা সিদ্ধার্থের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে তাঁদের এই প্রেম হয়েছে গোপনেই। এবার প্রেমকে পূর্ণতা দিলেন দুজন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থকে বিয়ে করেছেন ‘জুবিলি’ অভিনেত্রী। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন এই বিয়েতে।

অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু তাঁদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে।

তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থের। গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তিনি।

সিদ্ধার্থ-অদিতি। ছবি: সংগৃহীত২০২১ সালে তামিল সিনেমা ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ ও অদিতি। একসঙ্গে শুধু সিনেমাতে অভিনয় নয় বরং নানা ফিল্মি পার্টিতেও এই দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার সেই প্রেমেরই শুভ পরিণতি।

সিনেমার থেকে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে অদিতিকে। ‘জুবিলি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র শ্রীকান্ত রায়ের স্ত্রী সুমিত্রাদেবীর ভূমিকায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা। ‘তাজ: দ্য রেইন অব রিভেঞ্জ’ সিরিজে আনারকলি হিসেবেও নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে দক্ষিণের নতুন বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ। আপাতত, ভক্তরা অপেক্ষায় আছেন এই জুটির বিয়ের ছবি দেখার জন্য।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত