বিনোদন ডেস্ক
দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে তাঁর আত্মপ্রকাশের পর তুলকালাম, অ্যাকাউন্টটি খোলার প্রথম ১৭ ঘণ্টায় তাঁর ফলোয়ার বা অনুসারী ছাড়িয়ে যায় ৪০ লাখ! এমনকি বিজয়ের পোস্ট করা প্রথম ছবিতে ৪০ লাখেরও বেশি লাইক পড়ে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে।
বিজয় বর্তমানে ব্যস্ত আছেন লোকেশ কানারাজ পরিচালিত লিও সিনেমার শুটিংয়ে। সেখান থেকেই গতকাল নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে একটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
প্রথম ১০ লাখ অনুসারী পেতে থালাপতি বিজয়ের সময় লেগেছে মাত্র ৯৯ মিনিট। কম সময়ে ১০ লাখ অনুসারীর দ্রুততম রেকর্ডটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের দখলে, রেকর্ডটি করতে তারা সময় নিয়েছিল ৪৩ মিনিট। এরপর দ্বিতীয় অবস্থানে আছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, মাত্র ৫৯ মিনিটে তিনি ১০ লাখ অনুসারী পেয়েছিলেন।