বিনোদন ডেস্ক
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।