হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

পর্দা থেকে বিদায় নিচ্ছেন রজনীকান্ত? 

বিনোদন ডেস্ক

অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।

তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’

৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন