বিনোদন ডেস্ক
সুদীপ্ত সেন পরিচালিত বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক যেন চলছেই। সম্প্রতি সিনেমাটি নিয়ে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিনেমাটিতে ধর্ম এবং মতবাদ নিয়ে যে আঙ্গিক দেখানো হয়েছে সেটার বিরোধিতা করেছেন তিনি।
কমল হাসান সিনেমাটির বিষয়ে বলেন, ‘এটা একটা প্রোপাগান্ডা ছবি। আমি এটার বিরোধিতা করছি। ছবির শেষে সত্য ঘটনা অবলম্বনে জুড়ে দিলেই হয় না। সেটাকে আদতেই সত্য হতে হয়।’ আবুধাবিতে অনুষ্ঠিত এবারের আইফা অ্যাওয়ার্ডে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
কমল হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এসবে নিজের প্রতিক্রিয়া জানাই না। আগে আমি বোঝানোর চেষ্টা করতাম। এখন আর সে চেষ্টা করি না। আমি জানি, যাঁরা সিনেমাটিকে প্রোপাগান্ডা বলছেন তাঁরাই সেটি দেখার পর বলবেন বাহ ভারি সুন্দর। আসলে যাঁরা সিনেমাটি দেখেননি তাঁরাই এটার সমালোচনা করছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ুতে সিনেমাটি মুক্তি পেল না। তাঁরা সিনেমাটি দেখেননি, তাই ভাবছেন প্রোপাগান্ডা।’
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। সিনেমাটির আয় ইতিমধ্যে ২০০ কোটি রুপি পেরিয়েছে।