হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

পারিবারিক আদালতে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন

বিনোদন ডেস্ক

দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা। এবার সত্যিই পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া সম্প্রতি পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। আরও জানা যায় যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তাঁরা বিচ্ছেদে যাচ্ছেন। শিগগির এই মামলার শুনানি হবে।

দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ ও রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া। এর পর থেকেই আলাদা থাকছেন তাঁরা।

২০২২ সালে ধানুশ প্রথম এক্সে জানান, ‘১৮ বছর ধরে আমাদের একসঙ্গে থেকেছি। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্যও সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’

পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও ইনস্টাগ্রামে একই রকম বার্তা পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’

২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ-ঐশ্বরিয়া। তাঁদের ইয়াত্রা ও লিঙ্গা নামে দুজন পুত্রসন্তান রয়েছে।

উল্লেখ্য, পরিচালক হিসেবে ‘লাল সালাম’ সিনেমা দিয়ে কাজে ফিরছেন ঐশ্বরিয়া। আর ধানুশকে সর্বশেষ দেখা গেছে প্রাইম ভিডিওর ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায়।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন