বিনোদন ডেস্ক
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের কিছু ছবি গত মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে আহত সামান্থাকে দেখে তাঁর ভক্তদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়েছে। কয়েক দিন আগেই মায়োসাইটিস নামের এক বিরল রোগ নিয়ে শুটিংয়ে ফিরেছেন সামান্থা। ওই শুটিং থেকেই নিজের আহত অবস্থার কিছু ছবি ইনস্টাগ্রামে গতকাল শেয়ার করেন তিনি।
আহত হাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘গোটা দুনিয়ার কাছে এগুলো ক্ষত হতে পারে, কিন্তু আমাদের কাছে তা গয়নার মতো।’
গত সোমবার আলোচিত সিরিজ ‘সিটাডেল’–এর হলিউড ভার্সনের ফার্স্টলুক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে রুশো ব্রাদার্সের প্রযোজনায় সিরিজটিতে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।