বিনোদন ডেস্ক
তেলেগু চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে পুষ্পা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিটের পর আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
কিন্তু জানেন কি আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানাকে নির্বাচনের আগে অন্য দুই তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন নির্মাতা, কিন্তু দুজনেই তা প্রত্যাখ্যান করেছিলেন। বিনোদন বিষয়ক ভারতের সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কারা ফিরিয়েছেন পুষ্পা সিনেমার প্রস্তাব।
পুষ্প রাজ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন আল্লু অর্জুন। কিন্তু চরিত্রটির জন্য প্রথম পছন্দ তিনি ছিলেন না। চরিত্রটির জন্য জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবুকে প্রথম প্রস্তাব দেন নির্মাতা সুকুমার। কিন্তু চিত্রনাট্য পড়ে প্রস্তাব ফেরান মহেশ বাবু। এমন নেতিবাচক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি অভিনেতা।