হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

পাইরেসির কবলে থালাপতি বিজয়ের ‘লিও’

বিনোদন ডেস্ক

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। আর মুক্তির পরও বক্স অফিসে দাপট ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি।

তবে এত কিছুর পরও একটা ধাক্কা খেয়েছে সিনেমাটি। কারণ পাইরেসির কবলে পড়েছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার ঘণ্টা পর থেকেই অনলাইনের বিভিন্ন সাইটে এটির এইচডি সংস্করণ দেখা যাচ্ছে। কেউ কেউ আবার সিনেমা হল থেকে ছবিটি সরাসরি স্ট্রিমিংও করেছেন!

এদিকে সিনেমাসংশ্লিষ্টরা বিভিন্ন সাইট থেকে ভিডিওগুলো নামানোর চেষ্টা করছেন। আর ইতিমধ্যে কিছু সাইটকে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মুক্তির দ্বিতীয় দিনেই ২০০ কোটি রুপি পেরিয়েছে সিনেমাটির আয়। প্রথম দিনের ১৪৬ কোটি রুপির পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপিরও বেশি। আজ শনিবার ও আগামীকাল সাপ্তাহিক ছুটির সঙ্গে পূজার ছুটি মিলিয়ে সিনেমাটির আয় আরও বেড়ে যাবে বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন