দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৭৩ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদন থেকে জানা যায় আগামী ১২ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হচ্ছে এর শুটিং।
পিঙ্কভিলা জানায়, পুষ্পা: দ্য রাইজ এর প্রচার শেষ করে রাশিয়ার থেকে ভারতে ফিরেছেন আল্লু। আগামী ১২ ডিসেম্বর থেকে ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু করবেন তিনি। ১২ ডিসেম্বর থেকে হায়দরাবাদে এর পূর্ণাঙ্গ শুটিং শুরু হবে। গত মাসে আল্লু অর্জুন কিছু পরীক্ষামূলক শ্যুটে অংশ নেন। আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির এক বছর পূর্তিতে এর কিছু ঝলক প্রকাশ করা হবে।
গত বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। কেবল দেশে নয়, দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি।' পুষ্পা: দ্য রুল' ছবির জন্য আপাতত ৩৫০ কোটি রুপি বাজেট রেখেছেন নির্মাতারা।