অনলাইন ডেস্ক
জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল হিসেবে নয়, বরং সিনেমাকে ঘিরে দুই মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা এবং তাঁর একদিনের কারাবাস নিয়ে তুমুল চর্চা চলছে। এসবের মধ্যে বক্স অফিস কাঁপিয়ে চলছে ‘পুষ্পা ২’। মাত্র ১৬ দিনেই আয় হাজার কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, ‘পুষ্পা ২’ ঝড় সহজে কমছে না।
অন্যদিকে মাস না পেরোতেই সিনেমাটি ওটিটিতে প্ল্যাটফর্মে মুক্তির কথাও শোনা যায়। সিনেমাটির প্রযোজক চাইছিলেন, সিনেমা হলের সঙ্গে ওটিটিতেও ব্যবসা করতে।
তবে এমন খবরে সম্প্রতি পুষ্পা টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এখনই ওটিটিতে আসছে না ‘পুষ্পা ২’। ছবি মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এই ওটিটিতে আনা যাবে না।
থানা হাজতে আল্লু অর্জুনের এক রাত কাটানোর পর থেকে তরতর করে বাড়তে শুরু করে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে ভারতে।
সারা বিশ্বের আয় হিসাবে আগেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী এই সিনেমা। শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশ কোটি ছাড়িয়ে গেছে।